সচিবালয়ের কর্মকর্তারা ক্যু অব্যাহত রাখলে পরিণতি হাসিনার মতো হবে: হাসনাত

- আপডেট সময় : ০৯:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ১৫৮২ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সচিবালয়ে চলমান ‘ক্যু’ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই ‘ক্যু’ যদি অব্যাহত থাকে, তবে তাদের পরিণতিও পতিত হাসিনার মতোই হবে।
আজ সোমবার (২৬ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি লেখেন,“জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন।”
এই পোস্টে তিনি আরো উল্লেখ করেন, এই প্রশাসনিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশের জনগণের ন্যায্য অধিকার হরণ করা হচ্ছে এবং একটি ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখার অপচেষ্টা চলছে।
সচিবালয় প্রসঙ্গে এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখছেন, আবার অনেকেই এটিকে দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক মন্তব্য হিসেবে আখ্যা দিয়েছেন।
সাম্প্রতিক সময়ে প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে অসন্তোষ প্রকাশ পাচ্ছে সচিবালয়ের কর্মকাণ্ড ঘিরে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।