সচিবালয়ের অবরোধ ও অচলাবস্থা দেশের জন্য অশনি সংকেত: চরমোনাই পীর

- আপডেট সময় : ০৮:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সচিবালয়ের বর্তমান পরিস্থিতিকে “অশনি সংকেত” হিসেবে আখ্যায়িত করেছেন। আজ সোমবার (২৬ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, “এই মুহূর্তে সচিবালয়ে যা হচ্ছে তাতে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। সচিবালয়ে যে ধরনের অবরোধ ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা দেশের স্থিতিশীলতা ও প্রশাসনিক কার্যক্রমের জন্য মারাত্মক হুমকি।”
চরমোনাই পীর আরও বলেন, “বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ সামগ্রিক সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময়ে সচিবালয়ে সৃষ্ট অচলাবস্থা পতিত স্বৈরাচারী শক্তিকে সুযোগ করে দিতে পারে। এটি গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়।”
তিনি সংশ্লিষ্টদের প্রতি অবিলম্বে সচিবালয়ের অচলাবস্থা নিরসনের আহ্বান জানান এবং দেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।