সকাল থেকেই রাজধানী ছাড়তে শুরু করে মানুষ
- আপডেট সময় : ০৬:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। বিধিনিষেধ ও লকডাউনকে সামনে রেখে সকাল থেকেই রাজধানী ছাড়তে শুরু করে মানুষ। সড়কে বাস না চলায় ট্রাক ও তিন চাকার যান এবং মোটরসাইকেলে ঘরমুখী হচ্ছেন অনেকে।
সাভার সড়ক-মহাসড়কগুলোতে দূরপাল্লার যান না দেখা গেলেও স্বল্প পরিসরে চলছে লোকাল গনপরিবহন।গনপরিবহন সংকটে সড়কে দেখা গেছে মানুষের বাড়তি চাপ। যানবাহন না পেয়ে অনেকে মালবাহি যানবাহনে চড়েই ছুটছেন বাড়ী।এদিন, সড়কে গণপরিবহন কম থাকলেও রয়েছে মালবাহি যান এবং ব্যক্তিগত যানবাহনের বাড়তি চাপ।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যেখানে স্বাস্থ্যবিধি মানছেন না অধিকাংশ মানুষই। গণপরিবহনে তোলা হচ্ছে অতিরিক্ত সংখ্যক যাত্রী এবং নেয়া হচ্ছে দেড় থেকে দুইগুন ভাড়া।
কুমিল্লার দাউদকান্দি ও ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় যানজটে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সকালে দাউদকান্দির গৌরীপুর এলাকায় ও দুপুরে ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় এ যানজটের সৃষ্টি হয়।
সিরাজগঞ্জে ১৪ থেকে এপ্রিল সবার্ত্বক লকডাউনের ঘোষণায় এবং দুরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় মানুষ নিজ গন্তব্যে ফিরতে পন্যবাহী যানবাহন বেছে নিচ্ছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত যানজট ও ধীরগতিতে যানবাহন চলতে দেখা দিচ্ছে।
























