সংস্কারের গতিই নির্ধারণ করবে, নির্বাচন কত দ্রুত হবে : ড. ইউনূস
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / ১৯৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশে নতুন সরকার নির্বাচনের আগেই কিছু সংস্কার প্রয়োজন বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে এএফপিকে এই সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। তবে তিনি এ-ও বলেন, দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন। ড. ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুত হব, তত দ্রুত নির্বাচন হবে। নির্বাচিত ব্যক্তিরা দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারবেন। তিনি বলেন, সংবিধান সংশোধন, সরকার, সংসদ ও নির্বাচনী নিয়মাবলীর সম্ভাব্য সংস্কারের বিষয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছানো প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের সময়কাল যত কম সম্ভব হওয়া উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা।

 
																			 
																		
















