সংসদে থেকেই সরকারের দুর্নীতি নিয়ে কথা বলবে জাতীয় পার্টি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বর্তমানে জাতীয় পার্টি মহাজোটে না থাকলেও বিরোধী দল হিসেবে সংসদ বর্জন করবে না। সংসদে থেকেই সরকারের দূর্নীতি ও সাধারণ মানুষের অধিকারের কথা তুলে ধরা হবে বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের ।
তিনদিনের সফরে নির্বাচনী এলাকা লালমনিরহাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এখনও কোনও জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি তার দল। পরিস্থিতি বুঝে দেশের কথা ভেবে আগামীতে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে এর আগে রংপুর থেকে লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুতে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান লালমনিরহাট জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।