সংসদ নির্বাচনের আগে যত নির্বাচন হবে সবগুলোতেই জাতীয় পার্টি অংশ নেবে : জিএম কাদের

- আপডেট সময় : ০৫:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১৬২২ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যতগুলো নির্বাচন হবে সবগুলোতেই জাতীয় পার্টি অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
দুপুরে বরিশাল বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় জিএম কাদের আরো বলেন, সরকার সবসময় হস্তক্ষেপ করে নির্বাচন নিজেদের লোকদের আয়ত্বে নিয়ে নেয়। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সরকারি দলের প্রার্থীর ইচ্ছেমতো কাজ করে তাকে বিজয়ী করে দেয়। গ্রহণযোগ্য নির্বাচন করতে চাইলে ইভিএম ব্যবহার না করাই উত্তম বলেও জানান তিনি। এ সময় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, সংসদ সদস্য নাসরিন জাহান রত্না, বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস উপস্থিত ছিলেন।