সংশোধিত ৩১ প্রকল্পের বাড়তি ব্যয় পদ্মা সেতুর সমান : তথ্য সিপিডি’র

- আপডেট সময় : ০৭:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
নির্ধারিত সময়ে কাজ শেষে করতে না পারায় ২০২১-২২ অর্থবছরে দেশে ৩১ সংশোধিত প্রকল্পে ২৯ হাজার ৪৭১ কোটি টাকার ব্যয় বেড়েছে, যা পদ্মা সেতু নির্মাণ ব্যয়ের সমান। এছাড়া এলডিসি গ্রাজুয়েশনের ফলে আগামিতে বিদেশি ঋণে সুদের হার ক্রমান্বয়ে বাড়বে। এজন্য দেশে চলমান প্রকল্প বাস্তবায়নে নজরদারি আরো বাড়ানোর পরামর্শ দিয়েছে সিপিডি। বিষয়টি স্বীকার করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার।
সরকারী প্রকল্প বাস্তবায়নে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ’ শিরোনামে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি।
এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির ফেলো ড. মোস্তাফিজুর রহমান। এসময় তিনি বলেন, বার বার প্রকল্প সংশোধন করা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যার বেশিরভাগই অপ্রয়োজনীয়। ফলে প্রতিনিয়ত বাড়ছে প্রকল্প ব্যয় বাড়ছে।
প্রকল্পের ব্যয় কমিয়ে আনতে সম্ভাব্যতা আরো যাচাই-বাছাই ও সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন বিশ্লেষকরা।
প্রকল্প বাস্তবায়নে ধীরগতির জন্য কর্মকর্তাদের অবহেলাকে দায়ী মনে করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আগামি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ১ হাজার ৪৩৫টি প্রকল্প রয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।