সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন চায় ইসলামিক ফ্রন্ট ও ঐক্যজোট

- আপডেট সময় : ০৮:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৭৯৬ বার পড়া হয়েছে
সংবিধান অনুযায়ী নির্বাচন চায় ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট বাংলাদেশ। তবে তারা নির্বাচনকে সরকারের প্রভাবমুক্ত রাখা এবং নির্বাচন কমিশনকে মানুষের আস্থা অর্জনের পরামর্শ দিয়েছে। বিকেলে, রাজধানীর গুলশানে ইলেকশন মনিটরিং ফোরামের আয়োজনে বিদেশী পর্যবেক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে জোট দুটির শীর্ষ নেতারা এসব কথা বলেন। আর বিদেশী পর্যবেক্ষকরা জানান, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সব দল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, ইলেকশন মনিটরিং ফোরামের উদ্যোগে,
রাজধানীর গুলশানের একটি হোটেলে বিদেশী পযবেক্ষকদের সাথে মতবিনিময় করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ঐক্যজোট।
মতবিনিময় শেষে ইসলামী ফ্রন্ট ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানরা জানান, নিবাচন কমিশনের ক্ষমতায়, সাংবিধানিক রীতি মেনে সরকারের প্রভাবমুক্ত নির্বাচনের কথা বলেছেন তারা।
বাংলাদেশ ইসলামী ঐক্যজোট
আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য সব দল প্রস্তুতি নিচ্ছে বলে জানান বিদেশী পর্যবেক্ষকরা।
বর্তমান নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে বলে দাবি করেন নির্বাচন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী।