সংবাদ সংগ্রহের সময় মানিকগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
সংবাদ সংগ্রহের সময় মানিকগঞ্জের সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সকালে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বড়কুষ্টিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন- ডেইলি স্টার ও আরটিভির মানিকগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাভিশন ও ভোরের ডাকের মানিকগঞ্জ প্রতিনিধি আকরাম হোসেন এবং সময় টিভির মানিকগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলীসহ স্থানীয় আরো দুই সাংবাদিক। হামলার শিকার ডেইলী স্টার ও আরটিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস বাদি হয়ে হামলাকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা থাকায়, আব্দুল কুদ্দুস মন্ডলকে ঘটনাস্থল থেকেই আটক করেছ পুলিশ। পুলিশ জানান- রেজা মন্ডলসহ অন্যদের গ্রেপ্তরের চেষ্টা চলছে।
























