সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা লিটন ও আজাদ গ্রেফতার

- আপডেট সময় : ০৮:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার মিরপুর ও উত্তরা এলাকা হতে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা- লিটন ও আজাদকে গ্রেফতার করেছে রেব। বিকেলে কাওরানবাজারের রেব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, রেবের পরিচালক খন্দকার আল মঈন। এসময় পাচারকারী চক্রের কাছ থেকে মাদকসহ বেশকিছু পাসপোর্ট, ল্যাপটপ এবং মানবপাচার সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজনকে মধ্যপ্রাচ্যে পাচারের অভিযোগ পেয়ে মানবপাচারের বিরুদ্ধে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে রেব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সকালে মিরপুর এবং উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে তারা।
মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পাচারকারীদের তথ্য দিয়ে রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, গ্রেফতারকৃতরা মধ্যপ্রাচ্যভিত্তিক একটি শক্তিশালী পাচার চক্রের বাংলাদেশী কর্ণধার।
চক্রটির দালালরা ঢাকা-চট্টগ্রামসহ বেশ কয়েকটি এলাকায় সক্রিয় রয়েছে উল্লেখ করে খন্দকার মঈন জানান, এপর্যন্ত প্রায় ৪০জন নারীসহ দু’শতাধিক লোককে চাকরির প্রলোভনে পাচার করেছে তারা।
বিয়ে এবং মোটা বেতনের চাকরির প্রলোভনে নিজেদের পাচার হওয়ার বিস্তারিত তুলে ধরেন উপস্থিত ভুক্তভোগীরাও।
এ ধরনের মানবপাচার রোধে গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।