সংগীতশিল্পী জানে আলম আর নেই

- আপডেট সময় : ০২:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
পপ সংগীতশিল্পী জানে আলম আর নেই। মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন তিনি।
এক মাস আগে জানে আলম করোনাভাইরাসে আক্রান্ত হন। এছাড়াও নিউমোনিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। তার চিকিৎসা চলছিলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। বাংলাদেশ মিউজিক ওনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এমআইবির সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী পাপ্পু বলেন,সকালে তার মগবাজারের বাসভবনের সামনে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় জন্মস্থান মানিকগঞ্জের হরিরামপুরে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মুত্যতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদা আলাদা শোক জানিয়েছেন দেশের শিল্পী সমাজ। জানে আলম শুধু কণ্ঠশিল্পীই নন, একইসংগে তিনি সুরকার, গীতিকার, প্রযোজকও ছিলেন। তার প্রযোজনায় দেশের অনেক শিল্পীর অনেক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। ‘একটি গন্ধমের লাগিয়া’, ‘স্কুল খুইলাছেরে মাওলা’, ‘কালি ছাড়া কলমের মূল্য যে নাই’ এমন বেশ কিছু গান তার জনপ্রিয় হয়।