সংক্রমণের ঝুঁকি নিয়েই ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন নগরবাসী

- আপডেট সময় : ০৮:৩২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। সড়ক-মহাসড়কে যানজটের কারণে সিডিউল বিপর্যয়ে ভোগান্তি বেড়েছে মানুষের। যাত্রী পরিবহনে অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না সরকারের দেয়া বিধিনিষেধ। তবে তেমন ভিড় নেই ট্রেনে। ঘটেনি কোন সিডিউল বিপর্যয়ও।
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল। সকালে কিছুটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথেই বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের ভিড়। কাউন্টারগুলোতেও ছিলো সারিবদ্ধ লাইন।
সংক্রমণ রোধে বিধিনিষেধের তোয়াক্কা না করেই যাত্রী পরিবহণ করছে বেশকিছু গাড়ি। আর সিডিউল বিপর্যয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ছিলো যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। যদিও বিধিনিষেধ মানাতে টার্মিনালগুলোতে সক্রিয় ছিলো ভ্রাম্যমান আদালত।
রেল স্টেশনের বাহিরে কমিউটার ট্রেনের যাত্রীদের কিছুটা ভীড় থাকলেও আন্তঃনগর ট্রেনের প্লাটফর্ম ছিলো অনেকটাই ফাঁকা। তেমন ভোগান্তির অভিযোগও নেই যাত্রীদের।
অন্যান্য বছরের তুলনায় এবার যাত্রীদের চাপ অনেকটাই কম রয়েছে, আর ভীড় ও ভোগান্তি এড়াতে কার্যকরি ভুমিকার রেখেছে অনলাইনে টিকিট বিক্রি।
অন্যদিকে ঈদকে সামনে রেখে সদরঘাট লঞ্চ টার্মিনালেও বাড়তে শুরু করেছে ঘরমুখো যাত্রীদের ভীড়।