সংক্রমণ রোধে ১৯ দিন কঠোর বিধিনিষেধের শেষ দিন আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে চলমান ১৯ দিন কঠোর বিধিনিষেধের শেষ দিন আজ। কাল থেকে সড়কে-মহাসড়কে চলবে গণপরিবহন। নৌযানসহ চলাচল করবে ট্রেন।
সড়কে অর্ধেক যানবাহন চলাচলের শর্তে বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে। বিধি মেনে প্রায় সবকিছু খুলে দেয়া হচ্ছে। বিধিনিষেধ শিথিলের আগেই রাজধানীতে সব ধরনের যানবাহনের অবাধ চলাচল শুরু হয়েছে। ফলে রাজধানীর প্রধান প্রধান সড়কে অস্বস্তিকর যানজট। ট্রাফিক সিগনাল গুলোয় যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। কোথাও কোথাও ১০ থেকে ১৫ মিনিটের যানজটও লক্ষ্য করা গেছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও বন্ধ থাকছে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র।























