ষষ্ঠ ধাপে দেশে ২১৯ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ কাল

- আপডেট সময় : ১২:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ষষ্ঠ ধাপে দেশে ২১৯ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ কাল। আজ কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে দেয়ার কাজ শেষ করবে নির্বাচন কমিশন। ২৩ জেলার ৪৩টি উপজেলায় শনিবার মধ্যরাতে ভোটের প্রচার শেষ হয়েছে।
অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনি এলাকায় ৫৪ ঘন্টার মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। এমনকি কোনো মিছিল, বিজয় মিছিল, মশাল মিছিল, আনন্দ রেলিও করা যাবে না বলে ইসি জানিয়েছে। রোববার মধ্যরাত ১২টা থেকে সোমবার মধ্যরাত ১২টা পর্যন্ত সব যন্ত্রচালিত যান চলাচলও বন্ধ থাকবে। ইসির অনুমোদন নেয়া গাড়ি এই সংক্রান্ত নির্দেশনার বাইরে থাকবে। এ জন্য জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছে কমিশন। ইতোমধ্যে পাঁচটি ধাপের নির্বাচন সম্পন্ন করেছে ইসি। সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি ও অষ্টম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি।