শ্রীমঙ্গলের হাইল হাওরের বেশিরভাগ প্রভাবশালীদের দখলে, অসহায় মৎস্যজীবীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরের বেশিরভাগ প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে মৎস্যজীবীরা। সরকারি বিল রাজস্ব ছাড়া দখলের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রায় ১০ হাজার হেক্টর এলাকা জুড়ে ছোট-বড় অনেকগুলো বিলের সমন্বয়ে জীব-বৈচিত্রে ভরপুর মৌলভীবাজারের হাইল হাওর। এর বেশিরভাগ পড়েছে শ্রীমঙ্গল আর বাকিটা মৌলভীবাজার সদরে। এখানে রয়েছে মাছের অভয়াশ্রম বাইক্কা বিলসহ প্রায় ১৪৪টি বিল।
কিন্তু, এর ৯০ শতাংশ বিল প্রভাবশালীদের দখলে চলে গেছে। দখল করে গড়ে তোলা হয়েছে ব্যক্তি মালিকানাধীন মৎস্যখামার। এতে নি:শেষ হয়ে যাচ্ছে দেশিয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র।চিরদিনের জন্য বিলীন হয়ে যাচ্ছে প্রকৃতিক বিলগুলো।
দখলদারদের উচ্ছেদ করা হবে বলে জানান, ইউএনও। হাইল হাওরের ঐতিহ্য ধরে রাখতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছে, স্থানীয়রা।




















