শ্রীমঙ্গলে কোটি টাকার সরকারি জমি বরাদ্দ নিয়ে বিক্রি করে দিচ্ছে প্রভাবশালী মহল

- আপডেট সময় : ০২:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোটি কোটি টাকার সরকারি জমি বরাদ্দ নিয়ে শর্ত ভেঙ্গে কৌশলে বিক্রি করে দিচ্ছে একটি প্রভাবশালী মহল। বাদ যাচ্ছেনা কবরস্থান, শ্মাশান ও অর্পিত সম্পত্তিও। গ্রামের সহজ-সরল মানুষ না বুঝে কিনে, বিপাকে পড়ছেন। ইউএনও জানান, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের শাহীবাগ ও শান্তিবাগে বীজরাজ পাটওয়ারীর ফেলে যাওয়া জমি অর্পিত সম্পত্তি হিসেবে জেলা প্রশাসকের নিয়ন্ত্রনে ছিল। এর মধ্যে ছিল কৃষি, শ্মশান ও কিছু পরিত্যক্ত জমি। এদিকে, চোখ পড়ে লন্ডন প্রবাসী হান্নান মিয়ার। ২০০৫ সালে এটি বরাদ্দ নিয়ে শ্রেণী পরিবর্তন করে ভাড়া দেন তিনি। আর, কিছু জমি বিক্রি করেন। সাধারণ মানুষ কিনে সেখানে বসবাস শুরু করে। কিন্তু, এখন পড়েছেন বিপাকে।
হান্নান মিয়া ৯৯ বছরের নামে লিজ নিয়েছেন বলে প্রচার করে, শাহীবাগ এলাকায় বেশ কয়েকটি পরিবারের কাছে তা বিক্রি করেন। শ্মশানের জমি উদ্ধারের সময় বের হয়ে আসে থলের বিড়াল। এখন শ্মশান কমিটি, তহসিল অফিসের কর্মকর্তাদের নিয়ে এসে উঠিয়ে দিয়েছে বসবাসকারীদের।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জমির শ্রেণী পরিবর্তনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ধনী ও প্রভাবশালীদের জমি বরাদ্দ না দিয়ে সামাজের প্রয়োজনে ও ভূমিহীনদের মাঝে বিতরণের দাবি জানিয়েছে এলাকাবাসী।