শ্রীপুর উপজেলায় এক স্কুল ছাত্রী ও বুদ্ধিপ্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক স্কুল ছাত্রী ও বুদ্ধিপ্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে প্রায় পাঁচ মাস পূর্বে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রোমান আলী। এরপর সে গর্ভধারণ করলে পরিবারের লোকজন ধর্ষণের বিষয়টি জানতে পারে। এ ঘটনায় ওই কিশোরীর মা থানায় মামলা করলে গেলরাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, একই উপজেলার টেপিরবাড়ী এলাকায় এক স্কুলছাত্রী অপহরণের পর ধর্ষনের অভিযোগ উঠেছে জাহিদ হাসান নামে এক যুবকের বিরুদ্ধে। মামলা হলেও ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত যুবক।