শ্রমবাজারে সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি বায়রার
- আপডেট সময় : ০৭:৪৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
শ্রমবাজারে সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। দুপুরে ঢাকার একটি হোটেলে মতবিনিময় সভায় এ দাবি জানান বক্তারা। তারা বলেন, সিন্ডিকেট থামানো না গেলে শ্রমবাজার হুমকির মুখে পড়বে।
সিন্ডিকেটের রোষানলে বন্ধ থাকার চার বছর পর সরকারের প্রচেষ্টায় আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার।
লিবিয়া ও গ্রিসে উন্মুক্ত হওয়া শ্রমবাজার নিয়ে কোন সিন্ডিকেট গড়ে না উঠলেও, মালয়েশিয়ার বিষয়ে সিন্ডিকেট তৈরি হওয়ার দাবি, বায়রা নেতাদের।
এর প্রতিবাদে রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভায় সম্মিলিত সমন্বয় ফ্রন্ট-বায়রার একাংশের নেতারা সিন্ডিকেটের সমালোচনা করেন।
মালয়েশিয়া থেকে ২৫ টি রিক্রুটিং এজেন্সির নামের তালিকা আসায়, তা প্রত্যাখান করেন ফ্রন্টের নেতারা।
সিন্ডিকেট প্রতিহত না করা হলে জাতীয় জীবন ও অর্থনৈতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা বায়রা সদস্যদের।
গ্রিসে প্রথমবারের মতো শ্রমবাজার খোলায় মন্ত্রীকে ধন্যবাদ জানান বায়রার সদস্যরা।










