শ্বশুরবাড়িতে জামাইকে শ্বাসরোধে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে জামাইকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
নিহতের চাচী জানান, প্রায় ১২ বছর আগে সাইদুল এর সাথে ফতেমা খাতুনের বিয়ে হয়। স্ত্রীর পরকীয়াকে কেন্দ্র করে গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ফতেমা খাতুন এবং তার বাড়ির লোকজন মিলে সাইদুলকে শ্বাসরোধে হত্যা করে। ভোরে তার মরদেহ বাড়ির বাইরে আম গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে। ঘটনার পর থেকে সাইদুলের শ্বশুরবাড়ির লোকজন পলাতক। এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।