শোভাযাত্রার মধ্য দিয়ে নাটোরে ট্রাফিক পক্ষের উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
নাটোরে বেলুন উড়িয়ে এবং শোভাযাত্রার মধ্য দিয়ে ট্রাফিক পক্ষের উদ্বোধন।
বেলা ১১ টার দিকে শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে বেলুন উড়িয়ে ট্রাফিক পক্ষের উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় মাদ্রাসা মোড়ে ফিরে আসে। পরে সেখানে বাস ট্রাক ও মোটরসাইকেল চালকদের মাঝে ট্রাফিক আইন সংক্রান্ত সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রাফিক পক্ষ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।