শৈলকুপায় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় নব-নির্বাচিত এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
সকালে উপজেলার বগুড়া ইউনিয়নের আওধা গ্রামে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করা হয়।এতে ব্যানার ফেস্টুন নিয়ে জনপ্রতিনিধিরাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৮ জানুয়ারি প্রতিপক্ষের হামলায় ওই ইউনিয়নের কল্লোল খন্দকার নামের এক যুবক নিহত হয়। ঘটনার সময় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল শৈলকুপা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থাকলেও তাকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত এই মামলা প্রত্যাহার করে মূল দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।