শৈত্যপ্রবাহের দাপট শিগগিরই কমছে না

- আপডেট সময় : ০৮:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ১৬২৮ বার পড়া হয়েছে
শৈত্যপ্রবাহের দাপট শিগগিরই কমছে না। দিনের অধিকাংশ সময় জুড়ে হাড় কাঁপানো শীতের যে দাপট চলছে, তা বৃহস্পতিবার রাত পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বাড়তি বিড়ম্বনা বাড়াতে পারে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি।
আবহাওয়া অধিদফতর বলছে, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্য সব জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্র ও শনিবার আবহাওয়ার সামান্য উন্নতি হয়ে শীতের তীব্রতা বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। পাশপাশি পরবর্তী ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলে জানানো হয়েছে।