শেষ হয়েছে বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট

- আপডেট সময় : ১০:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট। ঢাকার চমক মাহমুদউল্লাহ, মাশরাফি, তামিম ও রুবেলের অন্তর্ভুক্তি। বরিশালে সাকিবের সঙ্গে মাঠ মাতাবেন গেইল, শান্ত ও সোহান। খুলনায় মুশফিক, সৌম্য, চট্টগ্রামে আফিফ, শরিফুল, কুমিল্লায় মোস্তাফিজের সঙ্গে লিটন, ইমরুল, আর সিলেটের হয়ে চমক দেখানোর অপেক্ষায় মোসাদ্দেক ও মিথুন। তবে, অবিক্রীত থেকে গেছেন মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন।
শেষ হলো বহুল আলোচিত বঙ্গবন্ধু বাংলাদেশ লিগ….. বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। যেখানে ৬১৬ জন দেশি বিদেশি ক্রিকেটারকে ভাগভাগী করতে লড়েছেন ছয় ফ্র্যাঞ্চাইজি।
ড্রাফটের আগে দিন ঢাকার মালিকানা বদলে যতটা না চমক দিয়েছে বিসিবি। তার চেয়েও বড় চমক দলটিতে মাহমুদউল্লাহ, মাশরাফি, তামিম ও রুবেলের অন্তর্ভূক্তি। নাঈম শেখ, আরাফাত সানি, শফিউলদের উপরও আস্থা রেখেছে ঢাকা। বিদেশী কোটায় ইসুরু উদানা, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ শাহজাদরা মাঠ মাতাবেন ঢাকার হয়ে।
বদল এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। মোস্তাফিজের সঙ্গে লিটন, ইমরুল ও নবাগত শহিদুলকে দলে টেনেছে দলটি। বিদেশী কোটায় মঈন আলী, ফাফ ডু প্লেসি, সুনীল নারিন, কুশল মেন্ডিস, ওশানে থমাসে ভরসা কুমিল্লার।
পিছিয়ে নেই ফরচুন বরিশালও। সাকিবের সঙ্গে টি-টুয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইল এখন বরিশালের। সঙ্গে নাজমুল শান্ত, ইরফান শুক্কুর, মুজির উর রহমান ও দানুষ্কা গুনাথিলাকারা আলো ছড়াবেন বরিশালের হয়ে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে টেনেছে তরুণ তুর্কীদের। দলটিতে খেলবেন নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী। দলটির বিদেশি তারকা চ্যাডউইক ওয়াল্টন
খুলনা ডেরায় মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শেখ মাহেদি, কামরুল ইসলাম ও ইয়াসির আলি রাব্বিকে। বিদেশী কোটায় থিসারা পেরেরা, সিকান্দার রাজাদের উপর ভরসা রেখেছে খুলনা টাইগার্স।
সিলেট সানরাইজার্সে হয়ে খেলবেন তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন আর মোহাম্মদ মিথুন। আল আমিন নাজমুল অপুদের সঙ্গে দলটিতে আছেন চান্দিমাল, কেসরিক উইলিয়ামস রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা।
তবে, অবিক্রিত থেকে গেছেন দুই পরিচিত মুখ মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন।
২১ জানুয়ারি পর্দা উঠবে বিপিএল অষ্টম আসরের।