শেষ হয়েছে তিন দিনব্যাপী মুজিব বর্ষ রেডিয়েন্ট ফার্মা গলফ টুর্নামেন্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
সাভার সেনানিবাসের গলফ ক্লাবে শেষ হয়েছে তিন দিনব্যাপী মুজিব বর্ষ রেডিয়েন্ট ফার্মা গলফ টুর্নামেন্ট।
দুপুরে গলফ ক্লাব অডিটরিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আয়োজনে তিনদিনব্যাপী এ খেলায় ৩৫১ জন গলফার অংশ নেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সময় সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নাসের শাহরিয়ার জাহেদী, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।