শেষ ম্যাচে বড় জয় পেয়েছে ইংল্যান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সেমিফাইনালে উঠতে না পারলেও, উয়েফা নেশন্স লিগের লিগ পর্বের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। আইসল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
ওয়েম্বলিতে আইসল্যান্ডকে পাত্তা দেয়নি ইংলিশরা। ম্যাচের ২০ মিনিটে লিড নেয় ইংল্যান্ড। ফোডেনের অ্যাসিস্টে গোল করেন রাইস। ৫ মিনিট বাদে স্কোরশিটে নাম ওঠান মেসন মাউন্ট। হ্যারি কেইনের অ্যাসিস্টে লিড বাড়ান তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে লাল কার্ডে দশ জনের দলে পরিণত হয় আইসল্যান্ড। যে সুযোগটা ভালভাবেই কাজে লাগায় ইংল্যান্ড। ৮০ ও ৮৪ মিনিটে পরপর দু’টি গোল করে ইংলিশদের বড় জয় এনে দেন ফিল ফোডেন। ইংল্যান্ড ছাড়াও জয় পেয়েছে ইতালি, নেদারল্যান্ডস ও বেলজিয়াম। বসনিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। পোল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় নেদারল্যান্ডসের আর ডেনমার্ককে ৪-০ গোলে হারিয়েছে বেলজিয়াম।