শেষ ওয়ানডেতে মঙ্গলবার মাঠে নামছে স্বাগতিক পাকিস্তান ও জিম্বাবুয়ে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার মাঠে নামছে স্বাগতিক পাকিস্তান ও জিম্বাবুয়ে। রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।
এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথম দুই ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছে বাবর আজমের দল। প্রথম ম্যাচে ২৬ আর দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছে পাকিস্তান। এবার জয়ের ধারা ধরে রেখে হোয়াইওয়াশের মিশনে নামবে বাবর আজমরা। অন্যদিকে, ঘুরে দাঁড়াতে মরিয়া জিম্বাবুয়ে। সিরিজ হাতছাড়া হলেও, জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়াতে চায় সফরকারীরা। ওয়ানডে সিরিজ শেষ তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল।