শেরপুরে শেষ হলো দুইশো বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা
- আপডেট সময় : ০৪:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১৫৯২ বার পড়া হয়েছে
প্রতি বছর পৌষ মাসের শেষে শেরপুরে অনুষ্ঠিত হয় ২০০ বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা। সম্প্রতি মেলায় ঘোড়দৌড়, সাইকেল রেস, কুস্তি খেলা ও নারীদের মিউজিক্যাল চেয়ারসহ গ্রামীণ বিভিন্ন খেলা উপভোগ করেন হাজারো দর্শনার্থী। আয়োজকরা জানালেন, আগামীতে এই আয়োজন আরও বিস্তৃত করা হবে।
শেরপুর পৌর শহরের নবীনগর মাঠে এই মেলায় গ্রাম-বাংলার মুখরোচক খাবার মুড়কি-মুড়ি, মোয়া, নিমকির পসড়া সাজিয়ে বসে বিক্রেতারা। পাশাপাশি রয়েছে প্লাস্টিক ও মাটির তৈরি শিশুদের বিভিন্ন খেলনা এবং নারীদের বিভিন্ন প্রসাধনীর বাহার।
এদিকে মেলার আশেপাশে স্থানীয় গ্রামবাসীর ঘরে ঘরে চলে নতুন আমন ধানের চালে পিঠা-পায়েশ খাওয়ার উৎসব। এ উৎসবকে ঘিরে প্রতি বাড়িতেই দূর-দূরান্তের আত্মীয়রা ছুটে আসেন পিঠা খেতে এবং মেলা দেখতে।
প্রায় দুইশ’ বছর ধরে চলে আসা এ মেলার ঐতিহ্য ধরে রাখা হবে। আগামীতে আয়োজন হবে আরো বর্নাঢ্য।
শেরপুরের এই মেলা উৎসব-আনন্দের পাশাপাশি স্থানীয় সম্প্রীতি রক্ষায় ভুমিকা রাখছে।














