শেরপুরে যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডারসহ নানা দাহ্য পদার্থ
- আপডেট সময় : ০২:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ১৮১৮ বার পড়া হয়েছে
নিয়মনীতির তোয়াক্কা না করে শেরপুরে যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার, পেট্রোল, অকটেনসহ নানা দাহ্য পদার্থ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় এমন কার্যক্রম চললেও ব্যবস্থা নেয় না কেউ।
একই দোকানে পেট্রোল, অকটেন, ডিজেল জাতীয় দাহ্য পদার্থের সাথে অবাধে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। কোন নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শেরপুরে ঝুঁকি নিয়ে ব্যবসা পেতেছেন দোকানীরা।
এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অনুমোদন নিতে হয় বিস্ফোরক অধিদপ্তর থেকে। সেই সাথে প্রয়োজন ফায়ার সার্ভিসের অনাপত্তি পত্র। কিন্তু তেমন কোন অনুমতি ছাড়াই ছোট-বড় বেশিরভাগ দোকানে বিক্রি হচ্ছে এসব।
ব্যবসায়ীরা জানান, লাইসেন্স সম্পর্কে কেউ অবগত না করায় লাইসেন্স করেননি তারা। ফলে যে যার মতো করে ঝুঁকি নিয়েই দোকান দিয়েছেন যত্রতত্র।
স্থানীয়রা জানান, পানের দোকান থেকে শুরু করে মুদি দোকান, এমনকি ওষুধের দোকানেও অবাধে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডারসহ দাহ্য পদার্থ। দোকানে নেই অগ্নিনির্বাপক ব্যবস্থা।
এদিকে, ম্যাজিস্ট্রেট পাওয়ার না থাকায় তদারকি করতে পারছে না বলে জানান, জেলা ফায়ার সার্ভিস।
যত্রতত্র দাহ্য পদার্থ বিক্রির বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানান, স্থানীয় প্রশাসন।
নিয়ম মেনে দাহ্য পদার্থ বিক্রি করবেন দোকানীরা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।















