শের-ই-বাংলা মেডিকেল কলেজের ইউরোলজী বিভাগের বেহাল দশা
- আপডেট সময় : ০৩:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৪ বার পড়া হয়েছে
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিছু কিছু বিভাগের চিকিৎসায় উন্নতি এলেও আগের মতই ইউরোলজী বিভাগ। তিন থেকে চার মাসেও চিকিৎসা শেষ করে বাড়ি ফিরতে পারেনা রোগীরা। এতে, অনেকেই সুস্থ্য হওয়ার জায়গায় আরো অসুস্থ্য হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, রোগিদের বাইরের বেসরকারি ক্লিনিকের দিকে আকৃষ্ট করতেই ধির গতিতে দেয়া হয় সরকারি এই হাসপাতালের চিকিৎসা সেবা।
দক্ষিনাঞ্চলের হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা হচ্ছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। পটুয়াখালী, বরগুনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর’সহ বেশ কিছু জেলার হতদরিদ্র রোগিরা এই হাসপাতালে চিকিৎসা না পাওয়ার অভিযোগ বেশ পুরনো।
চিকিৎসা নিতে এসে দীর্ঘদিনেও চিকিৎসা পাননি অনেকে। অনেকেই সিডিউল পায়না অপারেশনের। কারণ, অপারেশনের জন্য নির্ধারিত সময় শুধুমাত্র বৃহস্পতিবার সকালে। অপারেশন করা হয়, শুধু মাসে ২ থেকে ৩টি। অথচ, সার্জারী বিভাগের চারটি ইউনিটে সহস্রাধিক রোগীর অপারেশন কিরেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
চিকিৎসা সেবায় ধীর গতিতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। দুর-দুরান্ত থেকে আসা অনেকেই পূর্ণ সুস্থ না হয়ে ছেড়ে যায় হাসপাতাল।
এই হাসপাতালে ইউরোলজি বিভাগে অপারেশন হয় সপ্তাহে একদিন। তবে, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক।
নিউরোলজি বিভাগে গড়ে প্রতিদিন ২০ জন রোগী ভর্তি থাকছে। এসব রোগীদের যাতে দ্রুত সেবা নিশ্চত করা যায় তার ব্যাবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের।




















