শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

- আপডেট সময় : ০২:৫৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশে ফেরেন তিনি। এদিন, বিকেলে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছেন।
দেশে ফিরেই আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। এরপর থেকে দলের টানা নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। এসময় তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে ছিলেন। ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপর, ১৭ মে দেশে ফিরে আসেন তিনি। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণীতে বলেছেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক। তাঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়।