শেখ হাসিনার হাত ধরেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
১৯৭৫’র ১৫ই আগস্ট দেশে গণতন্ত্রের মৃত্যু ঘটেছিল, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরেই আবারও সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
দুপুরে জাতীয় শ্রমীক লীগ জামালপুর শহর শাখার ত্রি-বাষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর শাখার আহ্বায়ক মোজাম্মেল হক এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন সদর আসনের এমপি মোজাফফর হোমেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহসহ আরো অনেকে। সম্মেলনে মোজাম্মেল হককে সভাপতি ও মাহাবুব আনাম বাবলাকে সাধারণ সম্পাদক নিবাচিত করা হয়।