শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপি এখন পদ্মার গহীনে নিমজ্জিত : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপি এখন পদ্মার গহীনে নিমজ্জিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
সরকার অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন বলে বিএনপি মহাসচিবের দেয়া বক্তব্যকে কাল্পনিক ও অসার মনে করেন তিনি। বিএনপি’র হতাশা ও রাজনৈতিক দীনতা উন্মোচিত হয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। বিবৃতিতে তিনি বলেন, পদ্মাসেতুর বিরোধিতা করেছিল বিএনপি। কিন্তু শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মাসেতু নির্মিত হয়েছে। সেতুমন্ত্রী বলেন, দলটির ষড়যন্ত্র আর পদে পদে বাধা, শেখ হাসিনা সরকারের উন্নয়নকে একটুও থামাতে পারেনি। এ থেকেই বিএনপি নেতারা দিন দিন গভীর থেকে গভীরতর হতাশায় আক্রান্ত। বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে ঘুরপাক খাচ্ছে। তবুও তারা অপরিণামদর্শী রাজনীতি চর্চা করে যাচ্ছে বলে মম্তব্য করেন ওবায়দুল কাদের।
























