শুরু হলো ‘বেকমেন’স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ’

- আপডেট সময় : ০৭:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের মাঝে ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে শুরু হলো ‘বেকমেন’স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ’।আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কুট ব্র্যান্ড বেকম্যান’স এর পৃষ্ঠপোষকতায় পরিচালনার দায়িত্বে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংলিশ এন্ড মডার্ণ ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজকরা। এতে জানানো হয়, রোববার থেকে দেশব্যাপী অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে ষষ্ঠ থেকে মাস্টার্সের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। রেজিস্টেশন চলবে ২০২২ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত। এই প্রতিযোগিতায় ইংরেজি, বাংলা, চাইনিজ, ফ্রান্স ও জার্মান ভাষার উপর শিক্ষার্থীরা নিজেদের কৃতিত্ব দেখাতে পারবেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রো-ভাইস চ্যান্সেলর ড. ইসমাইল হোসেন ও আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো: শফিকুল ইসলাম তুষারসহ প্রতিষ্ঠান দুটির উর্ধ্বতন কর্মকর্তারা।