শুক্রবার ফেনীতে যাচ্ছেন জামায়াত আমির
- আপডেট সময় : ০৬:২১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ১৬০৯ বার পড়া হয়েছে
১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা-ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় যোগ দিতে শুক্রবার ফেনীতে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সকাল ১০টায় শহরের সরকারি পাইলট স্কুলের মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এছাড়া নোয়াখালী-কুমিল্লাসহ কয়েকটি জায়গায় সমাবেশে অংশগ্রহণ করবেন আমির ডা. শফিকুর রহমান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা-ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় ফেনীতে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া জনসভায় অংশ নেবেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি আবু তাহের মোহাম্মদ মাসুম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম ও চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি।
জনসভাকে কেন্দ্র করে ফেনী সরকারি পাইলট স্কুলের মাঠে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। লক্ষাধিক মানুষের সমাগম হবে জানিয়ে নেতা-কর্মীরা বলছেন, আমিরের নির্দেশনা অনুযায়ী দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীককে জয়ী করতে কাজ করা হবে। সমাবেশের মাধ্যমে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে।
ফেনীর পর নোয়াখালী-কুমিল্লাসহ কয়েকটি জায়গায় সমাবেশে অংশগ্রহণ করবেন জামায়াত আমির।


















