শীত বাড়ার সাথে সাথে দিনাজপুররে ১৩ টি উপজলায় শীতজনতি রোগরে প্রকোপ বেড়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
শীত বাড়ার সাথে সাথে দিনাজপুররে ১৩ টি উপজলায় শীতজনতি রোগরে প্রকোপ বেড়েছে।এরই মধ্যে উপজলোর স্বাস্থ্য কমপ্লক্সেগুলোতে লক্ষ্য করা গেছে শীতজনতি রোগীর উপচে পড়া ভীড়।সংশ্লষ্টিরা বলছনে আগামীতে এ ধরনের রোগ আরও বাড়বে।
শহরে ২৫০ শয্যা বশিষ্টি সদর হাসপাতালের আউটডোরে দাঁড়াবার সুযোগ নেই। বেশি ভাগই শিশু যারা সর্দি কাশিসহ বিভিন্ন শীতজনতি রোগে আক্রান্ত। সিরিয়াল দিয়েও নির্ধারিত সময়ে ডাক্তারের সাক্ষাৎ পাচ্ছে না অনেকে।
করোনার এই সময়ে নানামুখী সংখ্যা শঙ্কার মধ্যে দিন কাটছে অভিভাবকদের। স্থানীয় আবহাওয়া অফিস বলছে আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের তীব্রতা বাডবে। র্পূবাভাস রয়েছে মৃদু ও তীব্র শৈত্যপ্রবাহের।
এদিকে চিকিৎসকরা শীতের এ সময়ে কিছু সর্তকতামূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। চিকিৎসকরা বলছেন, সমন্বতি সর্তকতাই হতে পারে শীতজনতি রোগ প্রতিরোধের উপায়।