শিশুদের লেখাপড়া, খেলাধুলাসহ সার্বিক কার্যক্রমে মনোযোগী হওয়ার পরামর্শ আইনমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
শিশুদের লেখাপড়া, খেলাধুলাসহ সার্বিক কার্যক্রমে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া, তাদের মেধা বিকাশের ওপর জোর দেন তিনি।
বিকেলে, জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সরকারি শিশু পরিবার স্কুল আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছেন বঙ্গবন্ধু।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। আগামী প্রজন্মকে শক্ত হাতে দেশ পরিচালনা করতে হবে বলে মন্তব্য করেন আনিসুল হক।