শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালকসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোরের নিহতের ঘটনায় শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালকসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এদের মধ্যে কয়েকজন বন্দি কিশোরও রয়েছে। পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক ড. খন্দকার মহিদ উদ্দিন দুপুরে শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনো কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি। এছাড়া নিহত তিন জনের ময়না তদন্ত যশোর জেনারেল হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক এসময় উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে তিনটি মরদেহ আসে। এ পর্যন্ত ১৫ জন আহত কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশু উন্নয়ন কর্তৃপক্ষ এ ঘটনার জন্য বন্দি কিশোরদের দুই পক্ষের সংঘর্ষকে দায়ী করেছে।