বিড়ি শিল্পের উপর কর কমানোর দাবিতে জামালপুরে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের উপর কর কমানোর দাবিতে জামালপুরে মানববন্ধন হয়েছে।
সকালে শহরের দয়াময়ী মোড়ে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন জামালপুর জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশন জেলা শাখার সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সবিতা দেবী, সদস্য মানিক মিয়া ও মজনু শেখ। মানব বন্ধনে অর্ধ-সহস্রাধিক বিড়ি শ্রমিক উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে প্রতি প্যাকেট বিড়িতে ট্যাক্স অযৌক্তিকভাবে ৪ টাকা বাড়ানো হয়েছে। অপরদিকে কমদামী সিগারেটে প্রতি প্যাকেটে দাম বাড়ানো হয়েছে মাত্র ২ টাকা। এর ফলে দরিদ্র শ্রমিক-নির্ভর বহু বিড়ি ফ্যাক্টরী বন্ধ হয়ে যাবে। তাই করোনার এই দুঃসময়ে কর্মসংস্থান বাঁচিয়ে রাখতে বিড়ি শিল্পের ট্যাক্স কমানোর জোর দাবী জানান বিড়ি শ্রমিকরা।




















