শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরীতে বেড়েছে যানবাহন ও যাত্রী সংখ্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
চলমান বিধিনিষেধের অষ্টম দিনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান প্রবেশপথ- শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে গত কয়েকদিনের তুলনায় ফেরীতে বেড়েছে ব্যক্তিগত যানবাহন ও যাত্রী সংখ্যা।
মহাসড়কে পুলিশের চেকপোস্ট উপেক্ষা করে অসংখ্য যাত্রী অটোরিকশা, মটোরসাইকেল ও সিএনজিতে করে ঘাট আসছে এবং ফেরী পারাপার হচ্ছে। তবে চেকপোস্টগুলোতে থাকা পুলিশ সদস্যদের সাথে কথা বলে জানা যায়, একান্ত জরুরী প্রয়োজনীয় যানবাহনগুলোকে তারা ঘাটে ঢুকতে দিচ্ছে এবং বাকী যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ মামলা দিচ্ছে। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রোরো, কে-টাইপ, মিডিয়াম ও ঠেলাসহ বর্তমানে এই ঘাটে ৯টি ফেরী চলাচল করছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে কিছু পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান।