শিবচরে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে – আইনমন্ত্রী আনিসুল হক।

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর পাশেই শিবচরে নান্দনিক জায়গায় ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। একই স্থানে যুগ্ম জজ আদালতও স্থাপন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার কেরানীরবাট এলাকায় প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির জায়গাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। এ সময় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী দত্তপাড়ায় সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শেষে পরে তিনি দত্তপাড়ায় নবনির্মিত মসজিদ, পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়াম, রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন উন্নয়ন পরিদর্শন করেন।