শিগগিরই নকল নবিশদের চাকরি সরকারি হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৩০ বার পড়া হয়েছে
শিগগিরই নকল নবিশদের চাকরি সরকারি হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংসদে জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আইনমন্ত্রী আরো বলেন, দেশের জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবিশের সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন। সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবিশদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার পরিকল্পনা রয়েছে। তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আইন ও বিচার বিভাগ ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি অচিরেই বাস্তবায়িত হবে।