শাহীনুদ্দিন হত্যার ঘটনায় সাবেক সাংসদ আউয়ালসহ তিনজন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
ঢাকার পল্লবীতে শাহীনুদ্দিন হত্যার ঘটনায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এমএ আউয়ালসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
বিকেলে কাওরান বাজারে রেবের মিডিয়া সেন্টারে বাহিনীর মুখপাত্র কমান্ডার আল মঈন সংবাদ সম্মেলনে জানান, গত ১৬ মে পল্লবীতে নৃশংসভাবে সাহিনুদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর পল্লবীর চিহ্নিত সন্ত্রাসী সুমন- এমএ আউয়ালকে ফোন দেয়। আউয়ালের সঙ্গে সুমনের ৩০ সেকেন্ড কথা হয় বলেও তিনি জানান। এর আগে বুধবার রাতে ভৈরবের একটি মাজার থেকে আউয়ালকে গ্রেফতার করে রেব-৪। এছাড়া চাঁদপুর থেকে সন্তানের সামনে বাবাকে হত্যাকারী হাসান এবং পটুয়াখালী থেকে জহিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়। নিহত সাহিনুদ্দিন ও সুমন গ্রুপের মধ্যে গত দুই মাসে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পল্লবী থানায় ছয়টি মামলা হয়েছে।




















