শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের ইকবাল হোসেন খানের দিন কাটছে চরম আর্থিক সংকটে
- আপডেট সময় : ০৬:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
দেশে-বিদেশে খেলেছেন একাধিক আন্তর্জাতিক ম্যাচ। দেশের জন্য বয়ে এনেছেন সম্মান,পেয়েছেন একাধিক পুরুস্কারও। খ্যাতির দিকে দিয়েও পিছিয়ে নেই তিনি। কিন্তু, চরম আর্থিক সংকটে–বিধবা মা ও প্রতিবন্ধী ভাইকে নিয়ে অনাহারে অর্ধাহারেই দিন কাটেছে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান–ইকবাল হোসেন খান।
মাত্র দেড় বছর বয়সে পোলিও টিকা দেওয়ার ফলে পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়েন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার মধ্য-কালিকাবাড়ি গ্রামের ইয়াছিন খানের ছেলে ইকবাল হোসেন খান।তারপরও থেমে থাকেননি প্রতিবন্ধী ইকবাল।
সিডর ও আইলার ঝড়ে বাবার তৈরি কাঠের ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। বৃষ্টির পানিতে বিভিন্ন টুর্নামেন্টে পাওয়া কেস্ট ও সনদপত্রও নষ্ট হয়ে গেছে।
গেল কয়েক বছর ধরে বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলছে। কিন্তু পারিবারের অবস্থা এতটাই নাজুক যে, মা ও ভাইকে নিয়ে ঠিকমত খেতেও পারে না তিনি।
ইকবালের পরিবারের জন্য একটি ভাল ঘর, পাশাপাশি ছোট ভাইয়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার দাবি জানান প্রতিবেশীরা।










