শারিরীক সক্ষমতা ধরে রাখতে কাজের ফাঁকে ফাঁকে খেলাধুলার প্রয়োজন রয়েছে: ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ময়মনসিংহে পুলিশের আন্ত:জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় জেলা পুলিশের আয়েজনে পুলিশ লাইন্স মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলাশেষে পুলিশ সুপার মোহাম্মদ আহমারউজ্জামানের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ। এসময় তিনি বলেন, সবাই ভাল এবং নৈপুন্যতা দেখিয়েছে। শারিরীক সক্ষমতা ধরে রাখতে কাজের ফাঁকে ফাঁকে খেলাধুলার প্রয়োজন রয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ নারী কল্যাণ সমিতির উপদেষ্টা ফাতেহা পারভীন লুনা, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া। ৪২টি দলের অংশগ্রহণে শুরু হয়েছিল এই প্রতিযোগীতা।






















