শারদীয় দুর্গোৎসবে আজ দেবীপক্ষের শুরুর দিন, শুভ মহালয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসবে আজ দেবীপক্ষের শুরুর দিন, শুভ মহালয়া। সনাতন ধর্ম অনুসারে এই দিনে দেবী দুর্গার আবির্ভাব ঘটে, তাই এ দিন থেকেই দিন গণনা শুরু হয় দুর্গাপূজার।
মহালয়ায় দেবী দুর্গার চক্ষুদান করা হয়। আজ ভোর থেকে রাজধানীর ঢাকেশ্বরীসহ দেশের অন্যান্য মন্দিরে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চণ্ডিপাঠসহ ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা।মহালয়ার ছয় দিন পর ১১ অক্টোবরই দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ১২ অক্টোবর মহাসপ্তমী, ১৩ অক্টোবর মহাঅষ্টমী এবং ১৪ অক্টোবর মহানবমী শেষে ১৫ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের দুর্গোৎসব। করোনার কারণে জনসমাগম এড়াতে এবার প্রায় কোথাওই হচ্ছে না কুমারী পূজা।