শারদীয় দুর্গোৎসবে নিরপত্তা জোরদারের ঘোষণা র্যাব মহাপরিচালকের

- আপডেট সময় : ০১:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রেব প্রস্তুত বলে জানানিয়েছেন এর মহাপরিচালক এম খুরশিদ হোসেন। সকালে রাজধানীর বনানীর পূজা মন্ডপ পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। তিনি জানান, পরিবার থেকে বিচ্ছিন্ন ৫০ জন জঙ্গি রেবের নজরদারিতে রয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বনানী সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শনে করেন রেব মহাপরিচালক।
এ সময় তিনি পূজা মন্ডপের পুরোহিতদের সাথে কথা বলেন। সার্বিক নিরাপত্তার বিষয়ে খোজ খবরনেন। পরে রেব ডিজি জানান,সামাজিক মাধ্যমে গুজব রটিয়ে পূজায় যেন কোন ধরনের বিশৃঙ্খলা কেউ করতে না পারে সে জন্য,সাইবার মনিটরিং টিমের কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি জানান, এরই মধ্যে ৫০ জন জঙ্গি তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে। তারা রেবের নিয়মিত মনিটরিং এ রয়েছে।
রাজধানী পূজামণ্ডপের পাশাপাশি সারাদেশের মন্ডপ গুলোর নিরাপত্তায় রেব কাজ করছে বলেও জানান রেব মহাপরিচালক।