শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৮৪৪ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তাকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। পরে, তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ দিন সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এবং জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।পাশাপাশি সাংবাদিক, রাজনীতিবিদ, শিল্পীসহ সম্প্রতি গুণীজনদের মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ। ফজলে রাব্বি মিয়ার বর্নাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারন করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন সংসদ সদস্যরা। এই অধিবেশন চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।