শান্তিরক্ষা মিশনে মৃত ল্যান্স কর্পোরালের কফিনে সেনাপ্রধানের পুস্পস্তবক অর্পণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মৃত ল্যান্স কর্পোরাল কফিল মজুমদারের কফিনে পুস্পস্তবক অর্পণ করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সকালে ঢাকা সেনানিবাসের সিএমটিডি-তে লজিষ্টিকস এরিয়ার তত্ত্বাবধানে এই আনুষ্ঠানিকতা হয়। এ সময় সেনানিবাসে কর্মরত সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা ও অন্যান্য সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। ল্যান্স কর্পোরাল কফিল মজুমদার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে গত ৬ এপ্রিল দক্ষিণ সুদানে মারা যান। গতকাল তার মরদেহ দেশে আনা হয়। সকল আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে।










