শান্তি নিশ্চিতে বিরোধপূর্ণ দেশের আলোচনা অপরিহার্য: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৬:৩০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আলোচনার মাধ্যমে বিরোধপূর্ণ দেশগুলোর মধ্যে শান্তি নিশ্চিত করা অপরিহার্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি করলেই এশিয়ার দেশগুলো মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটাতে পারে।
এশিয়ার ভবিষ্যৎ নিয়ে ২৭তম আন্তর্জাতিক নিক্কিই সম্মেলনে দেয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ বছরের উন্নয়নের ধারাবাহিকতায় দেশ এখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়েছে বললেন প্রধানমন্ত্রী। সোনার বাংলা গড়তে জ্ঞানভিত্তিক, সমৃদ্ধ ও আধুনিক জাতি গঠনের লক্ষ্যে নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ এগিয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও জানান বর্তমান দেশের আর্থ-সামাজিক দৃষ্টিভঙ্গির পুনর্নির্ধারণে কাজ করেছে সরকার। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৃহত্তর অর্থনীতির একটিতে পরিণত হয়েছে। এই যাত্রায়, জাপান এবং আমাদের বন্ধু এবং অংশীদারদের সমর্থন জোরদার ছিলো। করোনার সময়ে ক্রমবর্ধমান অর্থনীতিতে টিকে ছিলো উল্লেখ করে, বাংলাদেশ চলতি অর্থবছরে ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধির হার অর্জন করতে যাচ্ছে বলেও ,জানান শেখ হাসিনা।