শাকিব খানের ‘দরদ’ চলচ্চিত্রে জেসিয়া ইসলাম

- আপডেট সময় : ০৪:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ১৯৫৭ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম। ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন।
জানা গেছে, ২০শে অক্টোবর ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ থেকে শুটিং শুরু হচ্ছে ছবিটির। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের সোনাল চৌহান।
এ ছবিতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়াকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটির গল্প চমৎকার। যদিও আমি এতে অতিথি চরিত্রে কাজ করছি। তবে তারপরও বলবো চরিত্রটির বেশ গুরুত্ব রয়েছে ছবিতে। বেশ বড় আয়োজনে এ ছবির শুটিং হচ্ছে। এখানে ভারত ও বাংলাদেশের শিল্পীরা অভিনয় করছে। এটা খুব ভালো একটি বিষয়। এমন একটি ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে।
এদিকে, জেসিয়া ২৫শে অক্টোবর থেকে ভারতে শুটিংয়ে অংশ নেবেন। টানা ১০ দিন শুটিং করবেন তিনি।